পূর্বধলায় ট্রাক চাপায় শিশু নিহত
পূর্বধলা (নেত্রকোনা) পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ফাইজা আক্তার ইমু (৫) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমু উপজেলার মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।
সূত্রে জানা যায়, সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২০-৩০৬১ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ- বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে যায়। আবেদনের প্রেক্ষিতে ময়নার তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।