পূর্বধলায় ট্রাক চাপায় শিশু নিহত, ঘাতক ট্রাক আটক


মো: আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে রাব্বি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে ফিরে যাওয়ার সময় লালমিয়ার বাজারের ১০০ গজ উত্তরে রাস্তার পাশে দুর্গাপুর যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় তাদের সাথে থাকা রাব্বি হঠাৎ রাস্তা পাড় হওয়ার জন্য দৌড় দিলে জারিয়া থেকে শ্যামগঞ্জগামী একটি বালুভর্তি দ্রæতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪০৭৫) তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।