পূর্বধলায় ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
পুর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মনু আক্তার (৬০) নামে এক পথচারী নারীর নিহত হয়েছেন। বুধবার (২৪ আগষ্ট ) দুপুর সাড়ে বারোটায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু আক্তার গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের সিদলা বারোয়ানি গ্রামের বাবুল মিয়া’র স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনু আক্তার গৌরীপুর থেকে পূর্বধলায় আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্গাপুরগামী দ্রুতগামী খালি ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ বাজার এলাকার তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাটক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।