পূর্বধলায় ট্রাকের ধাক্কায় আহত ১, ট্রাকসহ চালক আটক


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় শাহাদত হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার রাজা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত শাহাদত হোসেন উপজেলা সদর ইউনিয়নের বড় ইলাশপুর গ্রামের আবুচাঁন ফকিরের ছেলে।
সূত্রে জানা গেছে, সকালে শাহাদত হোসেন স্থানীয় রাজা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এসময় পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক ঢাকা-মেট্রো ট-২৪-৩৭৭৯ তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালক এনায়েত হোসেনকে (১৮) আটক করে পুলিশে সোর্পদ করেছে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।