পূর্বধলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় হাবুল ফকির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছেন রুক্কন উদ্দিন নামে আরেক আরোহী । বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জালশুকা কুমুদগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবুল ফকির ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে ও আহত রুক্কন উদ্দিন তারাকান্দা থানার কামারগাঁও এলাকার আব্দুল বারেকের ছেলে ।
সুত্রে জানাযায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে চালকসহ তিনজন পূর্বধলা উপজেলার জালশুকা কুমুদগঞ্জ টারনিং পয়েন্টে পৌঁছা মাত্রই বিরিশিরি গামী একটি ট্রাক ঢাকা- (মেট্রো-ট-২৪-২৯২৭) ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হাবুল ফকির নিহত অপর আরোহী রুক্কন উদ্দিন গুরুতর আহত হয়। দুর্ঘটনা ঘটার সাথে সাথেই মোটরসাইকেল ও ট্রাক চালক পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানায়।
খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনসহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।