পূর্বধলায় টানা বর্ষণে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় গত দুদিন ধরে টানা বর্ষণে উপজেলা চত্বর ও সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ বুধবার এসব দপ্তরের কার্যক্রম বন্ধ ও পানিবন্ধী হয়ে পড়েছে সদরের বিভিন্ন বাসা বাড়ির মানুষ। পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় ৭টি কার্যালয়ে পানি ওঠেছে। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল, মাছের খামার ও বীজতলা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত উপজেলা সমবায় কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকল্প বাস্তকবায়ন কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সমাজসেবা কার্যালয়ে পানি ওঠে গেছে। ওই দপ্তরের কক্ষগুলোতে সারাদিনই প্রায় হাঁটু পরিমাণ ছিল। ফলে ওই দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। অফিসের কিছু সংখ্যক ফাইল ভিজে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপর দিকে, উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোড, রওশনারা রোড, স্টেশন রোডসহ সদরের গুরুত্বপূর্ণ রাস্তা ঘাট তলিয়ে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এ ছাড়া অতিবৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে বেশকিছু মৎস খামের মাছ। নষ্ট হয়ে গেছে আমন ধানের বীজতলা। অতি বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে তার ২৮ শতক জমির আমন বীজতলা তলিয়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, পৌরসভা না থাকায় উপজেলা সদরে ব্যক্তিমালিকাধীন জায়গায় অপরিকল্পিতভাবে উঁচু করে স্থাপনা নির্মাণ হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। এ কারণে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনে আমিসহ উপজেলা প্রশাসন যৌথভাবে সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি।