পূর্বধলায় জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ , আগস্ট ৮, ২০২১
জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ

মো. আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় জোরপূর্বক গাছ কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের মৃত শহর আলীর ছেলে আ: হাই এমন অভিযোগ আনেন ওই গ্রামের মৃত তোরাব আলী ফকিরের ছেলে মোস্তফা ফকির, রজব আলী, ইজ্জত আলী, মোজাম্মেল ও ইসব আলীর ছেলে মোতালেব গংদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত বৃহস্পতিবার (৫ আগস্ট) জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জমি দখল নিতে গিয়ে আ: হাই এর ভোগদখলীয় জমি থেকে প্রায় ৩০ ইঞ্চি বেড় বিশিষ্ট্য ৫টি বনজ গাছ কেটে ফেলেন মোস্তফা ফকির ও মোতালেব গং এর লোকজন।
আ: হাই জানান, তিনি তাৎক্ষণিক বিষয়টি পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন।

আ: হাই আরও জানান, শিমুলকান্দি মৌজার ৪৮৩ বিআরএস মূলে ১৪৬৯ ও ১৪৭০ দাগে ৪০ শতাংশ ভূমি তার পিতা মৃত শহর আলীর নামে রেকর্ডভূক্ত আছে। যা তিনি ১৯৫৪ সনে ১১৬১০ নং দলিল মূলে ২০ শতাংশ এবং ১৯৭৫ সনে ৫৫৮১ নং দলিল মূলে ২০ শতাংশ (মোট-৪০ শতাংশ) ভূমি স্থানীয় মৃত ডেঙ্গু শেখ’র ছেলেদের কাছ থেকে ক্রয় করেছিলেন। উক্ত ভূমি মৃত ডেঙ্গু শেখ’র ছেলেদের নামে আর ও আর খতিয়ান ভূক্ত আছে। তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তির সঠিক কাগজপত্রাদি মূল্যে স্বত্ববান দখলদার আছেন।
সম্প্রতি মোস্তফা ফকির গং আমার জমি থেকে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের পায়তারা করতেছে। আমার পিতার নামে সাফ কাওলা দলিল, আরওআর খতিয়ানে নামজারি, বিআরএস রেকর্ড আছে এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে। ১৯৯৪ সনে আরওআর দাগ সংশোধনের মামলা পরিচালনা করে পক্ষে ডিক্রী অর্জন করি।

মোস্তফা ফকির গং এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে আছে। বর্তমানে ইনিমি সম্পত্তির দাগের সাথে সংমিশ্রণ করে আদালতের ডিক্রী করে আমার জমিও দখল করতে চাচ্ছে। বিগত দিনে আমার একটি গাছের বাগান জোরপূর্বক কেটে ফেলে। যা বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। এক কথায় এরা ভূমি দস্যু ও দাঙ্গাবাজ ।

এদিকে অভিযুক্ত মোস্তফা ফকির গংদের সাথে কথা বললে তারা জানান, আমরা ২০১৭ সনে পূর্বধলা সহকারী জজ আদালতে বাটু মোকাদ্দমা করে ৫৪৩ আরওআর দাগে ৪০ শতাংশ ভূমিসহ মোট ৮টি দাগে ডিক্রী পেয়েছি। কি মূলে ডিক্রী পেয়েছেন জানতে চাইলে তাৎক্ষণিক স্বপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি তারা।
স্থানীয় বাসিন্দা হাসিবুল জানান, আমরা অনেক আগে থেকেই দেখে আসছি ওই জমির মালিক আ: হাই’র বাবা। মোস্তফা ফকির গং হঠাৎ করে ওই জমি দখলের পায়তারা করছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, উক্ত বিরোধের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উভয়পক্ষকে ডেকে জোরপূর্বক জমি দখল হতে বিরত থাকার নির্দেশ দেই। কাগজাদি সমস্যা থাকলে আদালতের মাধ্যমে সমাধান করতে করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলি। তাছাড়া উক্ত বিষয়ে কোন শান্তিভঙ্গের ঘটনা ঘটলে মামলা দিয়ে আসামী জেলা হাজতে প্রেরণ করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com