পূর্বধলায় জুয়া খেলা থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা জুয়া খেলার আসর থেকে ইউপি সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কলংকা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ইউপি সদস্য ফজল হক (৫১), একই গ্রামের আ: জব্বারের ছেলে আ: ওয়াহাব (৫০), ধলাযাত্রাবাড়ী গ্রামের আ: কুদ্দুছের ছেলে বাবুল মিয়া (৪০) এবং হলুদাটি গ্রামের আ: কাদিরের ছেলে এনামুল হক (৩৩)। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কলংকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গা হতে টাকা ও তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহেদ, এএসআই মো: সালাহ উদ্দিন, মো: শাহীনুল বারী, মো: রমজান আলী সঙ্গীয় ফোর্স আসামীদের জুয়া খেলা থেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জুয়া আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।