পূর্বধলায় জমি সংক্রান্ত জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ
পূর্বধলা (নেত্রকোনা) পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় মো: শাহেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে মেরে রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী শাহেদ আলী উপজেলার আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধোবা হোগলা গ্রামের মোঃ মতিউর রহমানের পিতা।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় শাহেদ আলীর জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করতেছে সংবাদ পেয়ে নির্মাণ কাজে নিষেধ করে। চলে আসার সময় স্থানীয় আ: হেকিমের দোকনের সামনে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি সৃষ্টি হয়। একপর্যায়ে শাহেদ আলীকে একা পেয়ে লাঠি-সোটা, বল্লম, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের মোঃ ছহেদ আলীর ছেলে মোঃ শামসুল হক (৪৫), মোঃ কাছম আলী (৪২), মোঃ হোসেন আলী (৪০) মোঃ তৈয়ব আলী(৩৮) মোঃ ছহেদ আলী (৬৫) সহ অজ্ঞাত ৩/৪ জনে মিলে অর্তকিত ভাবে বৃদ্ধ শাহেদ আলীকে এলোপাতারি মারধর করতে থাকে। এতে বৃদ্ধ শাহেদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জখমী শাহেদ আলীর ছেলে মতিউর রহমান জানান, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা উপজেলার ধোবা হোগলা গ্রামের মোঃ শামসুল হক একজন ভূমি দস্যু। থানায় বিস্ফোরণ মামলা, বোমা হামলা সংক্রান্ত মামলা, নাশকতার মামলা, স্থানীয় ইকবাল হোসেন ৪ কাঠা জমি বেদখল, আমেনা বেগমের ০৮ শতক জমি বেদখল মোঃ শাহেদ আলীর ১০ শতক জমি বেদখল, ফাতেমা বেগম ৯০ হাজার টাকা আত্মসাদের মামলা। এছাড়া অন্যের জমিতে অনধিকার হাল চাষ করা ও জমি সংক্রান্ত একাধিক মামলা এবং এলাকার লোকদের মামলা বিষয়ে উৎসাহ যোগান দেয়। এক কথায় দুষ্টু প্রকৃতির লোক।