পূর্বধলায় জমি সংক্রান্ত জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ , এপ্রিল ১১, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলায় মো: শাহেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে মেরে রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে। জখমী শাহেদ আলী উপজেলার আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধোবা হোগলা গ্রামের মোঃ মতিউর রহমানের পিতা।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় শাহেদ আলীর জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করতেছে সংবাদ পেয়ে নির্মাণ কাজে নিষেধ করে। চলে আসার সময় স্থানীয় আ: হেকিমের দোকনের সামনে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি সৃষ্টি হয়। একপর্যায়ে শাহেদ আলীকে একা পেয়ে লাঠি-সোটা, বল্লম, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের মোঃ ছহেদ আলীর ছেলে মোঃ শামসুল হক (৪৫), মোঃ কাছম আলী (৪২), মোঃ হোসেন আলী (৪০) মোঃ তৈয়ব আলী(৩৮) মোঃ ছহেদ আলী (৬৫) সহ অজ্ঞাত ৩/৪ জনে মিলে অর্তকিত ভাবে বৃদ্ধ শাহেদ আলীকে এলোপাতারি মারধর করতে থাকে। এতে বৃদ্ধ শাহেদ আলী গুরুতর রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জখমী শাহেদ আলীর ছেলে মতিউর রহমান জানান, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা উপজেলার ধোবা হোগলা গ্রামের মোঃ শামসুল হক একজন ভূমি দস্যু। থানায় বিস্ফোরণ মামলা, বোমা হামলা সংক্রান্ত মামলা, নাশকতার মামলা, স্থানীয় ইকবাল হোসেন ৪ কাঠা জমি বেদখল, আমেনা বেগমের ০৮ শতক জমি বেদখল মোঃ শাহেদ আলীর ১০ শতক জমি বেদখল, ফাতেমা বেগম ৯০ হাজার টাকা আত্মসাদের মামলা। এছাড়া অন্যের জমিতে অনধিকার হাল চাষ করা ও জমি সংক্রান্ত একাধিক মামলা এবং এলাকার লোকদের মামলা বিষয়ে উৎসাহ যোগান দেয়। এক কথায় দুষ্টু প্রকৃতির লোক।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com