পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১, আহত -৪
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় আজ বুধবার (০৪ মে) বেলা ১১ঘটিকার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বশির উদ্দিন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের বৃদ্ধ মা, ছোট ভাই রব্বানী (৩২) ছালাম ওরফে টুকটুক (৩৫) ও নিহতের স্ত্রী নাছিমা (৪০) গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে স্থানীয়রা প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রব্বানী (৩২) ছালাম ওরফে টুকটুক (৩৫), মৃত বশির উদ্দিন (৪৫) উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি কুরপাড় গ্রামের মৃত পসর আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে এবং স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ও প্রত্যক্ষদর্শী শহীদ মিয়া সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল, বেলা ১১টার দিকে বশির উদ্দিন গংদের সাথে একই গ্রামের লাল মিয়া, চাঁন শেখ, মৌজ আলী ও মৌজ আলীর ছেলে সবুজ গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দরবার শালিস হয়। শালিসে কোন নিষ্পত্তি না হওয়া ফলে অমান্য করে আজ বুধবার সকাল ১১ টার দিকে লাল মিয়া গংরা উক্ত জমিতে থাকা আমগাছের আম পেড়ে নেওয়ার সময় জখমী নাসিমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষদের বাঁধা-নিষেধ করেন। তৎক্ষনাত লাল মিয়া গংদের মহিলাগন নাসিমাকে কিলঘুষি দিয়ে নীলা ফুলা জখম করে। বউয়ের এঘটনার খবর শুনে বশির ঘটনাস্থলে গেলে পূর্বপরিকল্পিতভাবে লাল মিয়া, চাঁন মিয়া,মৌজ আলী, সবুজ সাজ্জাদ, তরিকুল, রফিকুল, সোহাগ, সোহান দের একটি সংঘবদ্ধ চক্রতাদের সাথে থাকা দাড়ালো শাবল ও রড, এবং লাঠিসোটা দিয়ে খুন করার উদ্দেশ্যে মৌজ আলীর ছেলে সবুজ বশিরের মাথায় স্বজোরে আঘাত করে গুরুত্বর জখম সৃষ্টি করে এবং পায়ে আঘাত করলে বশির ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
এই খবর শোনার পর ছোট দুই ভাই রব্বানী ও ছালাম ওরফে টুকটুক ঘটনাস্থলে গেলে তারা উভয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা সকলকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে বশির মারা যায়। এঘটনার খবর পেয়ে সদর সার্কেল এএসপি মুর্শেদা খাতুন ও অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গী ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।