পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২২
সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১

মোঃ আল মুনসুর : নেত্রকোণার পূর্বধলায় আজ শনিবার (২৯ জানুয়ারী) সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খান (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তারই ছোট ভাই বজলুর রহমান খান (৫০) মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আশংকাজনক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা উভয়ে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী গ্রামের মৃত রমজান আলী ছেলে।

মৃতের ছোট ভাই রতন খান ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খান গংদের সাথে একই গ্রামের মৃত মেরাজ খাঁ’র ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দরবার শালিস হয়। শালিস অমান্য করে আজ শনিবার সকাল ৯ টার দিকে ছালাম গংরা উক্ত ২৪ শতাংশ জমিতে ধান রোপন করতে গেলে জখমী বজলুর রহমান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিপক্ষদের বাঁধা-নিষেধ করেন।

তৎক্ষনাত আব্দুস সালামের ছোট ভাই মোফাজ্জল হোসেন (৪৫) এবং ছেলে স্বাধীন (২৫) তাদের সাথে থাকা দাড়ালো কুদাল দিয়ে খুন করে মাঠিতে পুতে ফেলার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কুপ দিয়ে গুরুত্ব জখম সৃষ্টি করে। ছোট ভাইয়ের এঘটনার খবর শুনে নজরুল ইসলাম ঘটনাস্থলে গেলে তার প্রতিপক্ষের টেলাধাক্কা হলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. কনক প্রভা নন্দী নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে এবং বজলুর রহমান খান আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি ও দোষীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com