প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
পূর্বধলায় ৫৩ ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার

পূর্বধলায় ৫৩ ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার

পূর্বধলা (নেত্রকোনা) : মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫৩টি ঘর পচ্ছে নেত্রকোনার পূর্বধলায় ৬টি ইউনিয়নের গরিব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। জমির মালিকানা নিশ্চিত করে আলোকিত রঙিন দ্বিক বিশিষ্ট সেমিপাকা ঘর আগামি ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হস্থান্তর করা হবে। প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় ধরে মোট ব্যয় ৯০ লক্ষ ৬৩ হাজার টাকা ।
ইউনিয়নের মধ্যে পূর্বধলা সদর ইউনিয়নে ১৭টি, জারিয়া ৯টি, ধলামূলগাঁও ৭টি, খলিশাউড় ৭টি, বিশকাকুনী ১২টি ও নারান্দিয়ার- ১টি ঘর প্রস্তুত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এ তথ্য নিশ্চিত করেন।