পূর্বধলায় জমিসহ ঘর পেল ১৫ পরিবার
পূর্বধলা (নেত্রকোনা ) প্রতিনিধি: ”মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় মুজিব বর্ষের উপহার ভূমি ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ক্রয়কৃত ৩০ শতাংশ ভূমিতে ১৫ টি পরিবার কে জমির দলিলসহ গৃহ হস্তান্তরর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সে’র মাধ্যমে গৃহ প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।
পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরীন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদিকুল জাহান রীদন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জোবায়ের আল মাহমুদ,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবূল, আগিয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, ডিজিএম লিপিয়া বেগম প্রমুখ। সভায় ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, উপজেলায় প্রথম-৫৩টি, দ্বিতীয়-২০টি ও তৃতীয় পর্যায়ে-২২টি গৃহ এবং ১৫টি গৃহসহ মোট ১১০টি ঘর আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে।