পূর্বধলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ আবাসিক এলাকায় ৩৭ লক্ষ ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ জোবায়ের আল- মাহমুদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রব তালুকদার, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা,
উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, উপজেলা শিক্ষা অফিসার আন্জুমানারা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান, , সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।