পূর্বধলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম এর নির্দেশনায় সোমবার সকালে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত এবং শেষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী, আরও উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল করিব রাসেল, সুকান্ত সরকার রঞ্জন, আরশাদ শেখ, মো: সাইদুর রহমান খান, আহাম্মদ হোসাইন, স্বপন দাস, তাঁতীলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান, ইউপি সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম উজ্জল, হোগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফ খান সাগর, পিয়াল হাসান, পল্লব সাহা, মুন্তাসির মাসুদ খান ফাহিম, শাহিনুর রহমান সাইম প্রমুখ।
অপরদিকে, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এর নির্দেশনায় এক র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়।