পূর্বধলায় ছাত্রকে পিটিয়ে জখম করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গতকাল (৩১ মে) মঙ্গলবার মোঃ কাউছার (৮) নামে ২য় শ্রেণির এক স্কুল ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (০১ জুন) দুপুরে সহকারী শিক্ষক মুজিবর রহমান কে আসামি করে পূর্বধলা থানায় এ মামলা করেন আহত ছাত্রের বাবা আব্দুর রউফ সরকার।
মামলার বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোঃ কাউছার উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। শ্রেণী শিক্ষক তাকে ০৫ টি অংক কঘাতে দিলে ০১টি অংশ ভুল হয়। পরে শ্রেণী শিক্ষক রাগান্তি হয়ে কাউছার কে বেত্রাঘাত করে সারা শরীরে গুরুতর জখম করে। যার ফলে কাউছার মাটিতে লুটিয়ে পড়ে।
লোক মারফতে খবর শুনে কাউছারের বাবা চিকিসার জন্য থাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আব্দুর রউফ উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। কোন সদোত্তর না পাওয়ায় শিক্ষক মুজিবর রহমান কে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্কুল ছাত্রকে মারপিটের ঘটনায় সহকারী শিক্ষক মুজিবর রহমান কে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা করেন আহত ছাত্রের বাবা আব্দুর রউফ সরকার। আসামী গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।