পূর্বধলায় চুরি যাওয়া লক্ষাধিক টাকার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চুরি যাওয়া লক্ষাধিক টাকার অলংকার উদ্ধার পূর্বক রমজান মিয়া (২২) ও মো: রাকিব মিয়া (২৩) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয় । গত সোমবার (১৬ আগস্ট) শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র’র অভিযানে উপজেলার গোহালাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে । আটককৃত রমজান মিয়া উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের মো: আবুল কালামের ছেলে এবং মো: রাকিব একই গ্রামের আয়নল হকের ছেলে।
সূত্রে জানা গেছে, উপজেলার শালদিঘা গ্রামে মধ্যরাতে দরজার খিলা ভাঙ্গা দেখতে পায় বাড়ির মালিক মো: শহিদ মিয়া। এসময় তিনি দেখতে পান তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ঘরে থাকা স্বর্ণ ও রূপার অলংকার চুরি হয়েছে। পরে তিনি ২/৩ জনকে সন্দেহ করে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুকৌশলে এন্ড্রয়েড মোবাইল এবং ১লক্ষ ৮ হাজার টাকার অলংকার উদ্ধার পূর্বক অভিযুক্ত রমজান মিয়া ও মো: রাকিব মিয়াকে গ্রেপ্তার করে।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ মো: আখতার উজ্জামান জানান, চুরির অভিযোগ হাতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: দুলাল সঙ্গীয় ফোর্স দুজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১টি এন্ড্রয়েড মোবাইল এবং ১লক্ষ ৮ হাজার টাকার অলংকার উদ্ধার করা হয়।