পূর্বধলায় চুরি যাওয়া লক্ষাধিক টাকার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২১
চুরি যাওয়া লক্ষাধিক টাকার অলংকার উদ্ধার, গ্রেপ্তার ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় চুরি যাওয়া লক্ষাধিক টাকার অলংকার উদ্ধার পূর্বক রমজান মিয়া (২২) ও মো: রাকিব মিয়া (২৩) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয় । গত সোমবার (১৬ আগস্ট) শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র’র অভিযানে উপজেলার গোহালাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে । আটককৃত রমজান মিয়া উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের মো: আবুল কালামের ছেলে এবং মো: রাকিব একই গ্রামের আয়নল হকের ছেলে।

সূত্রে জানা গেছে, উপজেলার শালদিঘা গ্রামে মধ্যরাতে দরজার খিলা ভাঙ্গা দেখতে পায় বাড়ির মালিক মো: শহিদ মিয়া। এসময় তিনি দেখতে পান তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ঘরে থাকা স্বর্ণ ও রূপার অলংকার চুরি হয়েছে। পরে তিনি ২/৩ জনকে সন্দেহ করে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সুকৌশলে এন্ড্রয়েড মোবাইল এবং ১লক্ষ ৮ হাজার টাকার অলংকার উদ্ধার পূর্বক অভিযুক্ত রমজান মিয়া ও মো: রাকিব মিয়াকে গ্রেপ্তার করে।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ মো: আখতার উজ্জামান জানান, চুরির অভিযোগ হাতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: দুলাল সঙ্গীয় ফোর্স দুজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১টি এন্ড্রয়েড মোবাইল এবং ১লক্ষ ৮ হাজার টাকার অলংকার উদ্ধার করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com