পূর্বধলায় চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা হল রুম মিলনায়তন কক্ষে প্রাথমিক ও কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ছবি অংকন এবং উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধর বৃত্তান্ত বিষয়ে রচনা প্রতিযোগিতার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর শেখ মুর্শেদা জামান, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা এবং উপ সহকারী প্রাথমিক শিক্ষ অফিসার রিমু এর তত্বাবধায়নের উক্ত প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী।
এ সময় প্রতিযোগিতাগুলো পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, প্রধান শিক্ষক শুধাংসু শেখর তালুকদার, প্রেসকাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান প্রমুখ।