পূর্বধলায় চলাচলের সরকারি হালটের রাস্তা কাটার অভিযোগ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় হাজ্বী মাও. আবেদ আলী গংদের বিরুদ্ধে সরকারি অর্থায়নে নির্মিত হালটের রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের খারছাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এবিষয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় আমিনুল ইসলাম মন্ডল।
সরেজমিনে দেখা গেছে, ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কে হতে প্রায় ৮ ফিট প্রস্থ ও ২শ ফিট লম্বা রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। নিজেদের স্বার্থে ওই খারছাইল গ্রামের বাসিন্দা আবেদ আলী গং রাস্তাটির কিছু অংশ কেটে ফেলে। যার ফলে রাস্তাটি এক সময় বিলীন হয়ে যাবে।
অভিযোগকারী আমিনুল ইসলাম জানান, নির্মিত রাস্তাটি সরকারি হালট ভূক্ত রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার সাধারণ লোকজন, স্কুল শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, পল্লী চিকিৎসক, মসজিদের মুসল্লিরা যাতায়াত করে। রাস্তাটি কেটে ফেলায় বড় ফাটল ধরেছে। যার ফলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
মুঠোফোনে যোগাযোগ করলে অভিযুক্ত আবেদ আলী বলেন, ‘অন্য সবার জমি থেকে আমার জমিতে বেশি মাটি খনন ও ফেলা হয়েছে। তাই অতিরিক্ত অংশ আমি কেটে ফেলে দিয়েছি।
এবিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল জানান, রাস্তা কাটা বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক অভিযুক্তদের উক্ত রাস্তাটি মেরামত করার নির্দেশ দিয়েছি ।
ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী ভূমি কমিশনার (ভূমি) কে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।