পূর্বধলায় ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , মার্চ ২৪, ২০২২
ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পুর্বধলায় আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাপাশিয়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।

সমাবেশে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজু মিয়া আকন্দ । ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হাসান এর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, পুর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, অধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ব্যাপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত,

উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জল, ফেরদৌস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাশিদ শেখ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার, নেত্রকোণা জেলা কৃষক লীগের সদস্য মোঃ মাজহারুল শাহ্ পিয়েল, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহাব আকন্দ, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তারা মিয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদুল হক, ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রহমত আলী মাষ্টার, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খান মিলন, জারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসলাম উদ্দিন শান্তি প্রমুখ।

সমাবেশে আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তৃনমুল পর্যায়ে দলকে আরও বেশি সুসংগঠিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com