পূর্বধলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে আজ সমাপনী দিনে ফুটবল বালকদের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুই শুন্য গোলের ব্যবধানে বোটেরঘাট উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলার ভারপ্রাপ্ত সভাপতি মো: বদরুজ্জামান, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলার সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়াহাব, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রশিদ সরকার, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক তালুকদার, ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া, ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাঈদ খোকন, দেওটটুকোণ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। আলোচনা শেষে বিজয়ী, রানার্স আপ, প্রথম ও ২য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তোলেদেন অতিথিবৃন্দ।