পূর্বধলায় গ্রামপুলিশসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা ৯৩ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলাম (৩০) এবং আবুল কাশেম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিশকাকুনী ইউনিয়নের কোনাডহর এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটক শফিকুল ইসলাম ওই কোনাডহর গ্রামের হাবুল মিয়ার ছেলে, পেশায় গ্রামপুলিশ এবং আবুল কাশেম একই গ্রামের মিরাস উদ্দিনের ছেলে।
সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি রেইটিং পার্টি তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় শফিকুল ইসলামের দখলে ৬৩ গ্রাম গাঁজা এবং আবুল কাশেম’র দখলে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ইনচার্জ মোঃ আল-আমিন জানান, আটক ব্যক্তিদ্বয় এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আজগর আলী, বিভাগীয় সিপাই কোহিনুর ইয়াছমিন, ইমরান হোসাইন তুষার, মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং হাসিবুল সঙ্গীয় ফোর্স আসামীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।