পূর্বধলায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ১ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মো: আলমগীর (৩২) এবং মো: মেহেদী হাসান ওরফে রুবেল (৩৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। আটককৃত আলমগীর উপজেলার মাহেন্দ্রপুর গ্রামের মো: আ: রহমানের ছেলে এবং মেহেদী ওরফে রুবেল উপজেলার খসখসিয়া গ্রামের আব্দুল কালামের ছেলে।
মামলার বরাতে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সোমবার (১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম হতে জেলা গোয়েন্দা (ডিবি) তাদের আটক করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ব্যাপারে ডিবি বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে আজ মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে নেত্রকোণা জেল হাজতে প্রেরন করা হয়েছে।