পূর্বধলায় খেলার আসর থেকে ৮ জুয়ারী আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসর থেকে ৮ জুয়ারী আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া বাজারস্থ আসামি রাসেল’র দোকান থেকে টাকা ও কয়েন দ্বারা জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা – উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাসেল (৩০), মৃত মোনায়েম’র ছেলে আলম (২৫), আঃ হান্নান’র ছেলে সোহেল (২২), জরিপ খানের ছেলে জামাল (২৬), মৃত শাহ আলীর ছেলে শাহজাহান (৪৮), আঃ সালাম’র ছেলে রুবেল খান (২৩), তোতা মিয়ার ছেলে মুখলেছ (৩০), নিজ হোগলা গ্রামের আঃ রহমানের ছেলে দৌলত মিয়া (২৬)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোঃ আঃ কাদের, এএআই আমিরুল ইসলাম খোকন, আমিরুল ইসলাম, হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে অর্থের বিনিময়ে জুয়া খেলার সময় তাদের আটক করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করেছে।