পূর্বধলায় কেন্দ্রীয় শহীদ মিনার পুনঃসংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় কেন্দ্রীয় শহিদ মিনার পুনঃসংস্কার ও দীর্ঘমেয়াদী উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) উপজেলার সর্বসাধারণের ব্যানারে শহিদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, প্রভাষক এমদাদুল হক বাবুল, আবু হানিফ রাসেল, উদীচির সভাপতি এ হাকিম, শহিদুল ইসলাম আঙ্গুর, আকাশ আহামেদ, জাকির হোসেন প্রমুখ। পরে আলী আহাম্মদ খান আইয়োব সর্বসাধারণের পক্ষে নেত্রকোণা জেলা প্রশাসক, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। পুনঃসংস্কারসহ একটি শিশু পার্ক নির্মাণ করা হবে।
মানবন্ধন কর্মসূচীতে দাবিগুলো হলো- মুক্তমঞ্চসহ শহিদ মিনার নির্মাণ, (যেন বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের সুবিধা থাকে), পূর্বধলার ভাষা সৈনিকদের নাম ও ছবিসহ স্মৃতিস্তম্ভ বা স্মৃতিফলক নির্মাণ এবং শহিদ মিনারের সমগ্র জায়গা জুড়ে নিচু সীমানা প্রাচীর নির্মাণ করা (যেন গরু, ছাগল ও অন্যান্য প্রাণি শহিদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে)।