পূর্বধলায় কৃষক হত্যা দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ১৯৯৫ সালে ১৫ মার্চ ন্যায্যমূল্যে সার চাওয়ায় খালেদা-নিজামীর বিএনপর জোট সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত ১৮ জন কৃষকের স্মরণে নেত্রকোনার পূর্বধলা কৃষক হত্যা দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কৃষক লীগের উদ্যোগে সদর ইউনিয়নের ত্রিমোহনী বাজারে ময়দানে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য কেশব রঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান তারেক, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদকধাব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারণ মো: শহীদুল ইসলাম সরকার (শহীদ), সাংগঠনিক সম্পাদক হারাধন সূত্রধর, সদস্য ফজলুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূর্বধলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো: উজ্জল মিয়া।