পূর্বধলায় কৃষকের মধ্যে কম্বাইন হারভেষ্টার বিতরণ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২১
কম্বাইন হারভেষ্টার বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) ৩টি ইউনিয়নের ৪ জন কৃষককে ৪টি কম্বাইন হারভেষ্টার (আধুনিক ধান কাটার) যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সমন্বিত ব্যবস্থপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের ৫০% ভূর্তকীতে কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় কুবোতা কম্বাইন হারভেষ্টার বিতরণ করেছে।

জানা যায়, ধলামূলগাঁও ইউনিয়নের আব্দুল লতিফ ও রফিকুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়নের মো: মাহাবুবুল আলম এবং ঘাগড়া ইউনিয়নের আব্দুল আজিজ তালুকদার এর মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ প্রঙ্গণে বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার উম্মে কুলসুম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপসহাকরী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম খান সবুজ, দি ম্যাটাল এগ্রো’র সিনিয়ন টেরিটোরি অফিসার মো: রুকনুজ্জামান, আবেদিন ইকুইপমেন্ট লি: সিনিয়ন টেরিটোরি অফিসার মো: সুহেল রানা প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com