পূর্বধলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হত্যাসহ ১৬ মামলার পলাতক আসামী বুলবুল মীর গ্রেপ্তার


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাসহ ১৬ মামলার পলাতক আসামী বুলবুল মীর (৪০) নামে কুখ্যাত মাদক ব্যবসায়কে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। গত বুধবার (১০ আগষ্ট) উপজেলার হোগলা ইউনিয়নের পদ্মাই বিলপাড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী গ্রেপ্তারকালে পুলিশের তিন সদস্য আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানান, বুলবুল মীর’র উপর ১ টি হত্যা মামলা, ২ টি ককটেল বিস্ফোরণ মামলা, ২ টি চাঁদাবাজি, মারামারি, মাদকসহ ১৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে ওয়ারেন্ট মুলতবি থাকায় ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পূর্বধলা থানার এসআই আমিনুল হক, এএসআই ফারুক ইসলাম খান ও মোকাম্মেল হোসাইন সঙ্গীয়ফোর্স বুলবুল মীরকে গ্রেপ্তার করেন। এসময় পুলিশের তিন সদস্য আহত হন এবং আসামীর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করা হয়। পরে এসআই আমিনুল হক বাদী হয়ে বুলবুল মীরকে আসামি করে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করেছেন। বুলবুল মীর ওই হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের সুরুজ আলী মীর’র ছেলে।
পূর্বধলা থানা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আদালতে ওয়রেন্ট মুলতবি থাকায় বুলবুল মীরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার বুলবুল মীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।