পূর্বধলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ২য় ঢেউ পরিস্থিতি মোকাবেলায় নেত্রকোনার পূর্বধলায় গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের প্রচারোভিযান’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পূর্বধলা প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম।
এসময় প্রেসক্লাব প্রতিনিধিদের মাঝে মতপ্রকাশ করেন, আদিবাসী বিষয়ক লেখক ও গবেষক সাংবাদিক আলী আহাম্মদ খান আইয়ুব, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী শাহীন, সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, নূর আহাম্মদ খান রতন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, সদস্য জাকির হোসেন কামাল, নূর উদ্দিন মন্ডল, মোহাম্মদ আলী জুয়েল, আল মুনসুর, মোস্তাক আহমেদ খান, সুহাদা মেহজাবিন, জিয়াউর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বলেন, করোনা সংকটে সরকারের পাশাপাশি, ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিগণ এগিয়ে আসতে হবে। কোন ব্যক্তি যেন করোনা সংকটে না খেয়ে থাকে সে দিকে নজর রাখতে হবে। অন্যদের মতো গণমাধ্যম কর্মীরাও করোনা সংকটে ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এমন মুহূর্তে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করে সে ব্যাপারে গণমাধ্যম কর্মীদের আহবান জানান। দেশের চলমান করোনা সংকট কালে প্রতিটি ব্যক্তিকে মানবিকতার পরিচয় নিয়ে এগিয়ে আসতে হবে।
অপরদিকে পূর্বধলায় করোনা সংকট মোকাবলোয় প্রশাসন, আইন শৃংখলা বাহিনী এবং রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। করোনা সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলা এবং যার যার অবস্থান থেকে দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।