পূর্বধলায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আঠারপোতা গ্রামের মরহুম হাফিজ উদ্দিন মুন্সির ছেলে।
বর্তমানে তারা গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের বড় মসজিদ সংলগ্ন বাসায় বসবাস করেন। কাইয়ুম আরো জানান তার এক ভাই গত কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন তবে এখন অনেক ভালো।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৫ জুলাই তিনি করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে মুক্তিযোদ্ধা হিসাবে তাৎক্ষনিক আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।