পূর্বধলায় করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার পূর্বধলায় করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আঠারপোতা গ্রামের মরহুম হাফিজ উদ্দিন মুন্সির ছেলে।

বর্তমানে তারা গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারের বড় মসজিদ সংলগ্ন বাসায় বসবাস করেন। কাইয়ুম আরো জানান তার এক ভাই গত কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন তবে এখন অনেক ভালো।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৫ জুলাই তিনি করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে মুক্তিযোদ্ধা হিসাবে তাৎক্ষনিক আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com