পূর্বধলায় কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আজ শনিবার সকালে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে পূর্বধলা থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম,
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানখান ভাসানী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সদরুজ্জামান, পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, মো. খোকন মিয়া, মিরাস উদ্দিন, আসাদুজ্জামান, মাহাবুব তালুকদার প্রমুখ।