পূর্বধলায় কংস পার্ট-এ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি সুরুজ আলী সম্পাদক লিমন

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , জুন ২২, ২০২২
সভাপতি সুরুজ আলী সম্পাদক লিমন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় কংস পার্ট-এ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন নির্বাচনে সভাপতি মোঃ সুরুজ আলী (ছাতা), সাধারণ সম্পাদক মোঃ লিমন মন্ডল (আপেল) নির্বাচিত হয়েছে। আজ বুধবার (২২ জুন) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের বারগ্রাম পানি ব্যবস্থাপনা দলের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, হাওর অঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনায় কংস পার্ট-এ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৩টি পদে নির্বাচন হয়। এতে সভাপতি পদে সুরুজ আলী ছাতা প্রতীকে ২৬ ভোট নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ লিমন মন্ডল আপেল প্রতীকে ১৬ ভোট এবং মোঃ আমীর সোহেল (মঞ্জু) আনারস প্রতীকে ১৬ ভোট পেয়ে সমান সমান হলে নির্বাচনী আইন অনুযায়া লটারির মাধ্যমে সাধারণ সম্পাদক পদে মোঃ লিমন মন্ডল নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে মোঃ আব্দুল হাই ( কাঁঠাল) নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আব্দুল লতিফ আম প্রতীক নিয়ে পেয়েছেন ৮ ভোট।

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শাহ্ শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন , কার্যকরী সদস্য মোঃ তারা মিয়া, হেপি রানী সরকার, মোসা: শিরিনা আক্তার, মৎস্য জীবি কার্যকরী সদস্য মাহাবুবুর রহমান খান, ভুমিহীন কার্যকরী সদস্য রাশিদা মির এবং দুঃস্থ নারী কার্যকরী সদস্য রাশিদা বেগম।

প্রিজাইডিং অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের ১২ সদস্যের কার্যকরী সদস্যের মধ্যে ৯টি পদে একক প্রার্থী থাকায় আগেই তাদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com