ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পথচলার ৫০ বছর পূর্তি


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পথচলার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, ৫০ বছরের থিম সং ও লোগো উদ্বোধন, বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন করে সংস্থাটি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ এর উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা এপি নান্দাইল এসিও সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক সহ পূর্বধলা এরিয়া প্রোগ্রামের কর্মকর্তাগণ প্রমুখ।
অনুষ্ঠানে থিম সং ও স্টরি প্রদর্শনীতে জানানো হয়, ১৯৭০ সালে বাংলাদেশের উপকূল অঞ্চলে প্রলয়ংকরী সাইক্লোনে বিধ্বস্থ-বানভাসি মানুষের পাশে প্রতিবেশী ভারত থেকে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ভিশন। হাতিয়া, মনপুরা, সনদ্বীপ ও ভোলাতে দুই লাখ মার্কিন ডলারের জরুরী ত্রাণ সহায়তা দেওয়ার মাধ্যমে এই জনপদে পা রাখে সংস্থাটি। ভোলার প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পরের বছর ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ভারত সরকারের পাশাপাশি খাদ্যসহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ভিশন।