পূর্বধলায় এতিম ও দুস্থ মাদরাসা ছাত্রদের নতুন পোশাক দিলেন প্রবাসী আকবর হোসাইন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় মাদরাসা ছাত্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন বাহরাইন প্রবাসী মোঃ আকবর হোসাইন। বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের থানা সংলগ্ন নয়াপাড়া দারুল উলুম মাদরাসার এতিম ও দুস্থ ছাত্রদের মধ্যে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নয়াপাড়া দারুল উলুম মাদরাসা’র মুহতামিম মাও মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গাফফার, প্রাবাসী মোঃ আল মামুন প্রমুখ।
আকবর হোসাইন জানান, এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের আনন্দ নয়াপাড়া দারুল উলুম মাদরাসার এতিম ও দুস্থ ছাত্রদের মাঝে ভাগাভাগি করার জন্য ছাত্রদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছি। সমাজের প্রত্যেক ভিত্তবানদের উচিৎ গরিব ও দুস্থদের দিকে এগিয়ে আসা এবং যারা কোরআনের হাফেজ হবার চেষ্টা করতেছে তাদের সহযোগীতা করা। আসুন আমরা গরীব ও অসহায় দুস্থদের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দেই।
মোহতামিম মাও মোঃ সাইফুল ইসলাম জানান, কোরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী। যারা কুরআনের পাখি হবে তারা দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হবেন। উক্ত নয়াপাড়া দারুল উলুম মাদরাসায় অত্যন্ত সুদক্ষ্য ভাবে কোরআনুল কারীর শিক্ষা দেওয়া হয়। এতিম দুস্থদের বিনামূলে পাঠদান দেওয়া হয়। তাই উক্ত মাদরাসা পরিচালনার ক্ষেত্রে সকলেরই সহযোগীতা প্রয়োজন।