পূর্বধলায় এক নারীর রহস্যময় মৃত্যু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ , অক্টোবর ১৫, ২০২২
রহস্যময় মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় শনিবার (১৫ আক্টোবর) ভোর রাতে সমলা খাতুন (৩৭) নামে এক নারীর রহস্যময় মৃত্যু হয়েছে। উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা দক্ষিণপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত সমলা খাতুন- ওই হাটকান্দা গ্রামের সাদেক মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে ১৪ অক্টোবর শুক্রবার তার ছেলে ইমরানকে সাথে নিয়ে আনুমানিক রাত বারোটার দিকে ঢাকার শ্রীপুর সাপলাইট গ্রীন টেক্সটাইল থেকে দুই দিনের ছুটি নিয়ে সমলা বাড়িতে আসে। ভোররাতে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় ঘরের সামনে টিউবয়লের নিকট থেকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৬টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে সমাল খাতুনের মৃত্যুতে এলাকাবাসীর কাছে রহস্যময় মনে হলে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় নেত্রকোনা সদর সার্কেল মোর্শেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান এটি একটি রহস্যজনক মৃত্যু। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত তার স্বামী সাদেক মিয়া নামাজের জন্য বের হয়ে নিখোঁজ রয়েছেন। লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com