পূর্বধলায় একাধিক মামলা-হামলার জেরে অসহায় দুই পরিবার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৩, ২০২১

পূর্বধলা সংবাদদাতা: নেত্রকোণা জেলার পূর্বধলায় একাধিক মিথ্যা মামলায় দূর্বিষহ জীবন কাটাচ্ছে উপজেলার হোগলা ইউনিয়নের নিজহোগলা গ্রামের দুইটি পরিবার। এ ঘটনায় স্হানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজ হোগলা গ্রামের মোঃ মজিবুর রহমান মন্ডল (৬০) এর সাথে মোঃ কিতাব আলী মন্ডল ও মৃত মিরাজ আলী মন্ডল এর সন্তানদের দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। স্হানীয় শালিসে এর কোন মিমাংসা না হলে তা আদালত পর্যন্ত গড়ালে আদালত কিতাব আলীর সন্তানদের পক্ষে রায় দেয়। এরই ধারাবাহিকতায় তারা তা দখলে নেয় এবং চাষ করতে শুরু করে।

কিন্তু গত ৭ ফেব্রুয়ারী স্হানীয় কিছু প্রভাবশালীদের ইন্ধনে মোঃ মজিবুর রহমান বিবাদপূর্র্ণ জমির নিশানাকৃত খুঁটি উপড়ে ফেলতে গেলে জমির বর্তমান দখলদার পক্ষ বাঁধা দিলে তা বাগবিতন্ডা পর্যন্ত গড়ায়। কিন্তু পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মোঃ মজিবুর রহমান ধারালো ব্লেড দিয়ে নিজের ঔরস্যজাত সন্তান কাইয়ুম মন্ডল (২৮) এর হাতে ক্ষত সৃষ্টি করে এবং পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করে, পরবর্তীতে যা মামলা পর্যন্ত গড়ায়।

উল্লেখ্য, পূর্বেও গত দুই সপ্তাহ আগে মজিবুর রহমান চুরির মামলা দায়েরের মাধ্যমে উক্ত দুই পরিবারকে জেল হাজতে প্রেরণের মাধ্যমে হয়রানির শিকার করে।

জানতে চাইলে উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী প্রতিবেদককে মুঠোফোনে জানান, ‘আমি এই দুই পরিবারকে সকল ভেদাবেদ ভুলে গিয়ে মিলিত করতে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু স্হানীয় কিছু প্রভাবশালী সুবিধা ভোগের জন্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আমি ব্যর্থ হয়েছি।’

এদিকে মামলার আসামী মাহবুবুর জানান, মামলার বাদী বিত্তশালী অপরদিকে আমরা গরীব এবং সহজ সরল। তিনি বিষয়টির সহজ সমাধানে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।

জানতে চাইলে অভিযুক্ত মজিবুর রহমান মন্ডল জানান, এ বিষয়ে কোন কিছু বলতে চাই না। সময়েই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পূর্বধলা থানার এস.আই কাদের জানান, মামলাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com