পূর্বধলায় উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স
মোঃ আল মুনসুর : মুজিবশত বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার জানান, মুজিবশত বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় ৩ টি ইউনিয়নে ২২টি ঘর প্রদান করা হবে। প্রতিটি ঘরের মূল্য ৩ লক্ষ টাকা। প্রত্যেককে ২শতক জমি কবুলিয়ত দলিল, নামজারি মালিকানা হস্তান্তর করা হবে। মৌজা অনুসারে বিভিন্ন জমির মূল্য ব্যবধান রয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।