পূর্বধলায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিভিন্ন অফিস ও প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।
পূর্বধলায় আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিধি হিসেবে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মো: গোলাম আজম, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ তাওহীদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, জেলা পরিষদ সদস্য একেএম মাজহারুল ইসলাম রানা, মো: শহিদুল ইসলাম, মোছা: পারভীন আক্তার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন, উপজেলা শিক্ষা অফিসার আন্জুমান আরা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ প্রমূখ।
এছাড়াও বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি বাট্রা গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা ভূমি অফিস, সদর ভূমি অফিস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের খোজঁখবর নেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে একটি আমরূপালীর চারা রোপন করেন।
এর আগে সকাল সাড়ে ১১ টায় আসার পর বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।