পূর্বধলায় উদীচী’র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রৌহে” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে (২৯ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা শাখার সভাপতি এ হাকিমে’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকে’র উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্বধলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য ও বাংলাদেশ দলিল লিখন সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র সরকার, দয়াল চন্দ্র দে ,সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার টুটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংবাদিক ও সদস্য মোঃ এমদাদুল ইসলাম ,সম্মানিত সদস্য ও সিপিবি’র উপজেলা শাখার সভাপতি হুমায়ুন রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্বধলা উপজেলা শাখার সদস্য অন্যান্য নেতৃবৃন্দ।