পূর্বধলায় ইউপি নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জন’র মনোনয়ন প্রত্যাহার

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , নভেম্বর ১১, ২০২১
মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৮ জন মনোনয়ন প্রত্যাহার করেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রার্থী প্রত্যাহারের প্রক্রিয়া শেষে নির্বাচন কর্মকর্তা মোহামমদ ফরিদ উদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন চেয়ারম্যান পদে ০৫ জন, সাধারণ সদস্য ১২ জন ও সরক্ষিত মহিলা সদস্য বৈরাটি ইউনিয়নের ১ জন।

চেয়ারম্যান যারা প্রত্যাহার করেছেন তারা হলেন পূর্বধলা ইউনিয়নের মো: মোস্তফা জামান, হোগলা ইউনিয়নের আবুল কালাম আজাদ, বিশকাকুনী ইউনিয়নের মাহমুদুল হাসান রতন একই ইউনিয়নের মো: দুলাল মিয়া ও জারিয়া ইউনিয়নের রেজা মো: সোহেল রানা।

বর্তমানে চেয়ারম্যান ৫০, সংরক্ষিত মহিলা সদস্য ১২৬ ও সাধারণ সদস্য ৩৮৮ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ৩য় ধাপে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টির তফসিল ঘোষণা হয়েছে এতে ৪ নভেম্বর বাচাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধ ও ২৮ নভেম্বর ভোট গ্রহন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com