পূর্বধলায় ইউএনও’র হস্তক্ষেপে নদীর অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , জুলাই ১০, ২০২১

মো: আল মুনসুর:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে ধলাই নদীতে অবৈধ বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। অবৈধ বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা এবং উজানে জলাবদ্ধতা সৃষ্টি করার অপরাধে আজ শনিবার (১০ জুলাই) এ অভিযান পরিচালনা করে বাঁধ অপসারণ করা হয়।

স্থানীয়দের বারত দিয়ে জানা গেছে, উপজেলার নারায়নডহর গ্রামের আক্তর ফকির (৫৫) এবং খলিশাউড় ইউনিয়নের সুজাতপুর গ্রামের মইম উদ্দিনের ছেলে মাসুদ (৩৪), আবাল হোসেনের ছেলে লিটন (৩২), আ: রশিদের ছেলে সোহেল (৩৮) সহ কিছু সিন্ডিকেট ব্যক্তি দীর্ঘদিন ধরে ধলাই নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছিল। এতে নদী ধ্বংস হওয়ার পাশাপাশি এর পানি প্রবাহিত হওয়ার স্বাভাবিক গতি এবং নৌযান চলাচলও ব্যাহত হচ্ছিল। উজানের বেশ কয়েকটি গ্রামের কৃষি কাজ বিনষ্ট হচ্ছিল। জনসার্থে উপজেলা নির্বাহী অফিসার ওই বাঁধ অপসারণ করেন। এছাড়াও ধলাই নদীর পাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর কাছাকাছি পানি উঠে গিয়েছিল। এই অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জরুরি ভিত্তিতে ওই বাঁধটি অপসারণ করেন। বাঁধটি অপসারণ করার সাথে সাথেই আশ্রয়ণ প্রকল্প এলাকাসহ যেসব জায়গায় পানি জমে ছিল তা নেমে যায়। এতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা এবং জলাবদ্ধতা সৃষ্টি করায় প্রাথমিক ভাবে বাঁধটি অপসারণ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com