পূর্বধলায় ইউএনও’র হস্তক্ষেপে নদীর অবৈধ বাঁধ অপসারণ
মো: আল মুনসুর:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নে ধলাই নদীতে অবৈধ বাঁধ অপসারণ করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম। অবৈধ বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরা এবং উজানে জলাবদ্ধতা সৃষ্টি করার অপরাধে আজ শনিবার (১০ জুলাই) এ অভিযান পরিচালনা করে বাঁধ অপসারণ করা হয়।
স্থানীয়দের বারত দিয়ে জানা গেছে, উপজেলার নারায়নডহর গ্রামের আক্তর ফকির (৫৫) এবং খলিশাউড় ইউনিয়নের সুজাতপুর গ্রামের মইম উদ্দিনের ছেলে মাসুদ (৩৪), আবাল হোসেনের ছেলে লিটন (৩২), আ: রশিদের ছেলে সোহেল (৩৮) সহ কিছু সিন্ডিকেট ব্যক্তি দীর্ঘদিন ধরে ধলাই নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছিল। এতে নদী ধ্বংস হওয়ার পাশাপাশি এর পানি প্রবাহিত হওয়ার স্বাভাবিক গতি এবং নৌযান চলাচলও ব্যাহত হচ্ছিল। উজানের বেশ কয়েকটি গ্রামের কৃষি কাজ বিনষ্ট হচ্ছিল। জনসার্থে উপজেলা নির্বাহী অফিসার ওই বাঁধ অপসারণ করেন। এছাড়াও ধলাই নদীর পাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর কাছাকাছি পানি উঠে গিয়েছিল। এই অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার জরুরি ভিত্তিতে ওই বাঁধটি অপসারণ করেন। বাঁধটি অপসারণ করার সাথে সাথেই আশ্রয়ণ প্রকল্প এলাকাসহ যেসব জায়গায় পানি জমে ছিল তা নেমে যায়। এতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা এবং জলাবদ্ধতা সৃষ্টি করায় প্রাথমিক ভাবে বাঁধটি অপসারণ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।