পূর্বধলায় আশ্রয়ন প্রকল্পের পানিবন্দি পরিবারের মাঝে নৌকা ও নগদ অর্থ প্রদান
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ৪ নং জারিয়া ইউনিয়নের নাটেরকোনা আশ্রয়ন প্রকল্পের ৯টি পানিবন্দি পরিবারের মাঝে উপহার হিসেবে একটি নৌকা ও নগদ অর্থ প্রদান করেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। আজ সোমবার (১২ জুলাই) সকালে নাটেরকোনা আশ্রয়ন প্রকল্পের ৯টি পানিবন্দি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে ছুটে যান তিনি।
উজান থেকে নেমে আসা ডলের পানিতে কংশ নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা নাটেরকোনা আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো পানি বন্দি হয়ে পড়ে। এসময় তাদের মাঝে নিজস্ব উদ্যোগে তিনি একটি নৌকা ও ঈদ পর্যন্ত চলার জন্য নগদ অর্থ প্রদান করেন। ঈদের পূর্বে আবার তিনি ঈদ উপহার পাঠাবেন বলে আশ্বাস প্রদান করেন।
জাহিদুল ইসলাম সুজন বলেন, শুকনা মৌসুমে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের যাতায়াতের জন্য টেকসই একটি রাস্তা করে দেবেন বলেও জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী শাহিন, গোলাম মোস্তফা প্রমুখ।