পূর্বধলায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান


মোঃ আল মুনসুর: নেত্রকোণার পূর্বধলায় (৩১ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া ও নারায়নডহর গ্রামের ধলাই নদীরপাড়ে নির্মিত প্রকল্পে নতুন করে ঘর নির্মাণের জন্য মাটি কাটা পরিদর্শন শেষে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ভূমিহীন ব্যতীত আশেপাশের দুস্থ মানুষদের মাঝেও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
পদির্শনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, সহকারি কমিশনার (ভুমি) নাসরিন বেগম সেতু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম, সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বুলবুল প্রমুখ।