পূর্বধলায় আর. কে ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , মে ১২, ২০২১

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার রহিমা খালেক (আর. কে) ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় ৫৫জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ধলা গ্রামের মড়লবাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করেন রহিমা খালেক (আর. কে) ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক মুশতাক আহমেদ খান, জিয়াউর রহমান, মো. আব্দুল হেলিম, মো. নজরুল ইসলাম কাজল প্রমুখ। আর আগে করোনা পরিসিস্থির কারনে স্বাস্থ্যবিধি মনেচলতে সবাইকে মাক্স প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, লবণ, সাবান, চিনি, পেয়াজ ও তেল।  ঈদ উপকরন পেয়ে দারুন খুশি মো. শামছুদ্দিন, রোজিনা, হাজেরা, আব্দুর রশিদসহ উপকারভোগীরা। তারা বলেন, এতে তারা পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com