পূর্বধলায় আর. কে ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার রহিমা খালেক (আর. কে) ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায় ৫৫জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ধলা গ্রামের মড়লবাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করেন রহিমা খালেক (আর. কে) ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাংবাদিক মুশতাক আহমেদ খান, জিয়াউর রহমান, মো. আব্দুল হেলিম, মো. নজরুল ইসলাম কাজল প্রমুখ। আর আগে করোনা পরিসিস্থির কারনে স্বাস্থ্যবিধি মনেচলতে সবাইকে মাক্স প্রদান করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, লবণ, সাবান, চিনি, পেয়াজ ও তেল। ঈদ উপকরন পেয়ে দারুন খুশি মো. শামছুদ্দিন, রোজিনা, হাজেরা, আব্দুর রশিদসহ উপকারভোগীরা। তারা বলেন, এতে তারা পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।