পূর্বধলায় আন্দা সোনার বাংলা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৮, ২০২১
আন্দা সোনার বাংলা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আন্দা সোনার বাংলা স্পোটিং ক্লাব আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ৩ টার দিকে উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়েছে। খেলায় আন্দা সোনার বাংলা স্পোটিং কাব বনাম রোজা ফাউন্ডেশন অংশগ্রহণ করে ২-০ গোলে পরাজিত হয় রোজা ফাউন্ডেশন। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

উক্ত ফাইনাল খেলায় ইউপি সদস্য রইছ উদ্দিন ওরফে লকুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য (৩১৮) জাকিয়া পারভীন খানম মণি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মৌলভী আব্দুল ওয়াহেদ তালুকদার, আগিয়া ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম রুবেল প্রমুখ। খেলাটি সঞ্চালনায় ছিলেন গোলাম রব্বানী খান জুয়েল।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com