পূর্বধলায় আন্দা সোনার বাংলা স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় আন্দা সোনার বাংলা স্পোটিং ক্লাব আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ৩ টার দিকে উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়েছে। খেলায় আন্দা সোনার বাংলা স্পোটিং কাব বনাম রোজা ফাউন্ডেশন অংশগ্রহণ করে ২-০ গোলে পরাজিত হয় রোজা ফাউন্ডেশন। এসময় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
উক্ত ফাইনাল খেলায় ইউপি সদস্য রইছ উদ্দিন ওরফে লকুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য (৩১৮) জাকিয়া পারভীন খানম মণি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মৌলভী আব্দুল ওয়াহেদ তালুকদার, আগিয়া ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম রুবেল প্রমুখ। খেলাটি সঞ্চালনায় ছিলেন গোলাম রব্বানী খান জুয়েল।