পূর্বধলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ”করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় সোমবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুমে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু,পূর্বধলা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনি কর্মকার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুসলিমা খাতুন, মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান, উপজেলা শিা অফিসার আঞ্জুমান আরা বেগম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম লিপিয়া খাতুন, ওয়ার্ল্ডভিশন এপি প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবদুল হামিদ প্রমুখ। উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সবুজে।