পূর্বধলায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো: রেজু মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নিজাম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আমীন খান পাঠান (শওকত), আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন প্রমুখ।
এসময় কর্মীসমাবেশের পূর্বে কংশ নদের পাড় ঘেঁষে নির্মিত বেড়িবাঁধের খাটুয়ারী স্লুইজগেইট, ২টি রাস্তা এবং ৪টি ব্রিজ উদ্বোধন করেন সাংসদ।