পূর্বধলায় আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।বুধবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) এর পরামর্শক্রমে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিকসম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান শওকত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, হাসিমা আক্তার বিরহী, যুবলীগ নেতা উজ্জল, ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।