পূর্বধলায় আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে আইন শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ।পরবর্তীতে মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তাওহীদুল রহমান, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক শহীদুল্লাহ,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল আলীম লিটন,প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মো: মহিবুল্লাহ হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী,পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: আজহারুল ইসলাম,পরিসংখ্যান অফিসার জয়শ্রী পাল, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজু মিয়া আকন্দ, বিশকাকুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনি রানী কর্মকার প্রমূখ। সভায় অন্য সকল বিষয়ের মধ্যে করোনার টিকা গ্রহনের উপর জোড়ালো আলোচনা করা হয়।