পূর্বধলায় অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও করোনা মোকাবেলায় শীর্ষক আলোচনা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আকন্দ’র উদ্যোগে বিভিন্ন রোগাক্রান্ত ৩০ জন অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং স্থানীয় পল্লী চিকিৎসক ও অগ্নিশিখা শিশু ফোরামের সদস্যদের নিয়ে করোনা ভাইরাস (কাভিড ১৯) মোকাবেলায় করণিয় শীর্ষক আলোচনা করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) বিকেলে চেয়ারম্যান’র নিজ বাড়ি উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদারপাড়া গ্রামে এ চিকিৎসা সেবা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় রোগী দেখেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার (এমবিবিএস ঢাকা, বিসিএস স্বাস্থ্য) । রোগী দেখার পর করোনা ভাইরাস মোকাবেলায় অক্সিজেন, পালস অক্সিমেটার, ইনফারেট থার্মোমিটার, ল্যাবোনাইজার ব্যবহার, করোনা হলে আতঙ্ক সৃষ্টি না করার বিষয়ে করণিয় শীর্ষক আলোচনা করেন তিনি।
চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আকন্দ’র আয়োজনে উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মো: গিয়াস উদ্দিন, সুকেন রায়, বাবুর মিয়া, আরিফ মিয়া, উপজেলা অগ্নিশিখা শিশু ফোরামের সদস্য উজ্জল খান, ইউপি অগ্নিশিখা শিশু ফোরামের সদস্য জুনাইদ আল নাবিল সহ অনেকেই।
চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আকন্দ জানান, হোগলা ইউনিয়নে অক্সিজেন সরবারহ করার জন্য ইতোমধ্যে ৩টি সিলিন্ডার ক্রয় করা হয়েছে, আরো ক্রয় করা হবে। যে পর্যন্ত দেশে করোনার প্রভাব না কমবে সেই পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সেবা চালু থাকবে এবং রোগীদের বিনামূল্যে ঔষধ, করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করা হবে।